শিশুর গায়ের ছোবল দিয়ে মারা গেল একটি বিষধর শঙ্খচূড় (Cobra) সাপ। বিহারের গোপালগঞ্জে এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ৪ বছরের ওই শিশুটির নাম অনুজ কুমার। তার বাবার নাম রোহিত কুমার। মাধপুরের বাসিন্দা অনুজ। সে গোপালগঞ্জের কুচাইকোটের খেজুরি টোলায় তার মামা বাড়িতে বেড়াতে
এসেছিল।
সূত্রের খবর, অনুজ তার বন্ধুদের সঙ্গে বাইরে খেলছিল। তখনই তাকে একটি বিষধর সাপ কামড়ে দেয়। এর কয়েক মিনিট পড়েই ওই বিষাক্ত সাপটি মারা যায়। এমন ঘটনা শোনারপর এলাকাবাসীর চক্ষু চড়কগাছ।
অনুজকে সাপ কামড়ানোর পর সে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষাক্ত ছোবলের দাগটি দেখিয়ে জানায়, তাকে সাপে কেটেছে। এমন কথা শুনে তড়িঘড়ি পরিবারের সদস্যরা শিশুটি-সহ মৃত সাপটিকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করেন। অনুজের এক আত্মীয় রতিকান্ত কুমার জানান- শিশুটিকে কামড়ানোর পরই ওই সাপটি মারা যায়। সাপটিকে কেউ মারেনি। প্রত্যাশিতভাবেই এলাকার মানুষের প্রশ্ন- তবে কি শিশুটির দেহে সর্প বিষ নাশক (Snake venom) রক্ত বাহিত হচ্ছে (!) কর্তব্যরত চিকিৎসকরা অবশ্য সে বিষয়ে কিছু জানাতে পারেননি।
ব্যুরো নিউজ,পাটনা, টাইমস ফোর্টিন বাংলা ।