কেকের মতোই মঞ্চে গান করতেই অসুস্থ হয়ে মৃত্যু হল জনপ্রিয় ওড়িয়া গায়ক মুরালি মহাপাত্রর। ওড়িশার কোরাপুট জেলায় একটি অনুষ্ঠানে এমন দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমন ঘটনার ফলে দেশবাসী পুনরায় কেকের স্মৃতিতে স্মৃতিকাতর হয়ে পড়ে।
সূত্রের খবর, রবিবার গভীর রাতে ওড়িশার কোরাপুট জেলায় জেওর শহরে দুর্গাপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক মুরালি মহাপাত্র। সেখানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছিলেন তিনি। মঞ্চে পারফর্ম করার সময় অসুস্থতা বোধ করেন তিনি। চারটি গান গেয়ে হঠাৎই মঞ্চে একটি চেয়ারে বসে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিসকেরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। তারা জানান, সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, কলকাতায় একটি কনসার্টের পর কিছুটা একইভাবে মৃত্যু হয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কেকের। গায়ক মুরালি মহাপাত্রের মৃত্যুতে শোকগ্রস্ত গোটা দেশ।
ফোর্টিন টাইমলাইন, ওড়িশা।