রাষ্ট্রপতিকে যুদ্ধবিমানে বসিয়ে কসরৎ সুখোই থার্টির

আরও পড়ুন

যুদ্ধবিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বসিয়ে মাঝ আকাশে কসরৎ দেখালো যুদ্ধবিমান সুখোই থার্টি। তাঁর সঙ্গে ছিলেন বাহিনীর তিন প্রধান। আধঘন্টার এমন অভিজ্ঞতায় যথেষ্টই উচ্ছ্বসিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সূত্রের খবর, শনিবার সকালে অসমের তেজপুর বায়ু সেনা ঘাঁটিতে যান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সুখোই থার্টির ককপিটে বসার জন্য ফাইটার পাইলটদের পোশাকও পরেন রাষ্ট্রপতি। এরপরই মাঝ আকাশে আধঘন্টারও বেশি সময় ধরে কসরৎ দেখানো হয়। ককপিটে ওঠার আগে ফাইটার পাইলটদের সঙ্গে গ্রুপ ছবিও তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটগুলির মধ্যে অন্যতম এই Sukhoi 30 MKI যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট এই জেটের ককপিটে রয়েছে দু’টি আসন। মাঝ আকাশ থেকে শত্রু ঘাঁটি গুঁড়িয়ে দিতে সেখান থেকে একসঙ্গে হামলা চালাতে পারেন দুই ফাইটার পাইলট। ইউক্রেন যুদ্ধেও এই জেট বহুল পরিমাণে ব্যবহার করেছে রুশ সেনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close