আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের এই বিশেষ দিনে নেপাল সফরে যাছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছর ধরে নেপালের সঙ্গে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই ভারতের৷ সেই সম্পর্ককে উন্নত করতে এবং বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনে নরেন্দ্র মোদীর নেপাল সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে লাদাখ এবং ডোকালা সীমান্তে চিনের সঙ্গে বিবাদ হয়েছিল। তারপর থেকেই নেপালের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে মত পার্থক্য তৈরি হয়। তাছাড়া, নেপালের মানচিত্র পরিবর্তনের জন্য ভারত এবং নেপালের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নেপাল সফর বিশেষ গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, আজ গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশ হয়ে নেপাল যাওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, উত্তর প্রদেশের কুশীনগরে উত্তর প্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। সেখান থেকেই হেলিকপ্টারে তিনি রওনা দেবেন নেপালের উদ্দেশ্যে। নেপালের লুম্বিনীতে আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
জানা গিয়েছে, নেপাল সফরের প্রথম দিনই মায়াদেবীর মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেখান থেকে লুম্বিনী উন্নয়ন ট্রাস্টের অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। তারপর একটি ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠান রয়েছে তাঁর। ভারতের আর্থিক সহযোগিতায় সেন্টার ফর বুদ্ধিস্ট কালচার অ্যান্ড হেরিটেজের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে এদিন। এরপর প্রধানমন্ত্রী বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে। খবর সূত্রে জানা গিয়েছে, উক্ত বৈঠকে ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৫ টি মৌ চুক্তি স্বাক্ষর করবেন তাঁরা। বৈঠক শেষে ফের উত্তরপ্রদেশের কুশীনগরে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ভাঙন ধরেছিল ভারতের। শের বাহাদুর দেউবা নেপালের প্রধানমন্ত্রী পদে যোগ দেওয়ার পূর্বেই ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়েছিল। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর পেছনে চিনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও, শের বাহাদুর নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে তিন বার ভারত সফরে এসেছিলেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নিয়ে পাঁচ বার নেপাল সফরে গেলেন।