এবার মালদা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে মুম্বাই শহরে। এমনটাই সূত্রে জানা গেল । ঘুরপথে নয় সরাসরি মালদা টাউন থেকে পৌঁছে যাওয়া যাবে মুম্বাই। বুধবার মালদা টাউন থেকে চলি হলো মুম্বাই যাওয়ার সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন। এর ফলে মালদা জেলা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বাসীরা খুব উপকৃত হয়েছে।
বুধবার মালদা টাউন থেকে এই দ্রুতগামী ট্রেনের সূচনা করলেন মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন মুর্মু এবং রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই ট্রেন চালুর জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিল জেলাবাসীরা।
মুম্বাইগামী এই ট্রেন প্রতি সপ্তাহে বুধবার মালদহ থেকে ছাড়বে মুম্বাইয়ের উদ্দেশ্যে আবার অন্যদিকে প্রতি সোমবার মুম্বাই থেকে এই ট্রেন ছাড়বে মালদার উদ্দেশ্যে।সাপ্তাহিক এই ট্রেন চলবে মালদা টাউন স্টেশন থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাল পর্যন্ত। এই ট্রেনে থাকছে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, দশটি সাধারণ সংরক্ষিত কামরা সহ মোট ২২ টি কামরা। মালদহ এবং মুম্বইয়ের মধ্যে ২৯টি স্টেশনে স্টপেজ থাকছে এই সুপারফাস্ট ট্রেনের।
জানা গেছে অনেকদিন ধরেই বিভিন্ন মহল থেকেই এই ট্রেন চালু হওয়ার জন্য একটা দাবি ছিল। কারণ মালদা ও উত্তরবঙ্গের বহুমানুষ চিকিৎসাজনিত কারণে মুম্বাই শহরে যাতায়াত করেন এবং মালদা জেলার বহু শ্রমিক ও সোনা ব্যাবসায়ীরা মুম্বাই যান ব্যাবসার কারণে তারা সবাই উপকৃত হবেন এই ট্রেন চালু হওয়ায়। অবশেষে সবার প্রত্যাশা এতদিনে পূরণ হওয়ার খুশি রেল যাত্রীরা।