Rajasthan Mig 21 Accident : বায়ুসেনা প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে মিগ, নিহত দুই পাইলট

আরও পড়ুন

মিট ২১ বিমানকে ভারতের উড়ন্ত কফিন বলা হয়। এই বিমানের চড়লে মৃত্যু অবধারিত এমনটি-ই প্রকাশ্যে আসতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ রাজস্থানের বারমের জেলার ভিমদা গ্রাম এলাকায় আচমকাই যুদ্ধবিমান মিগ ২১ ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বিমানে আগুন লেগে যায়। বিমানের ককপিট -এ বসা দু’জন পাইলট ঘটনাস্থলে জীবন্ত ঝলসে মারা যান। গ্রামের প্রায় ৫০০ মিটার পর্যন্ত এলাকা জুড়ে বিমানটির ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া গিয়েছে।

বায়ুসেনা আই-এ-এফ (IAF) সূত্রের খবর, রাজস্থানের উতরলাই বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণের উদ্দেশে যাত্রা শুরু করে দুই আসন বিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমানটি। আচমকাই ভিমদা গ্রামের একটি অংশে দুই চালক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন আইএএফ সদস্যরা। মৃতদের পরিবারে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারসহ জুড়ে।

খবর পেয়েই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীকে ফোন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃত দুই পাইলটের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে মিগ ২১ বিমানে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। বারবারই বিপদের মুখে পড়ছে বিমানটি, প্রাণ যাচ্ছে একের পর এক পাইলটের। মিগ ২১ বিমান বাতিলের দাবি তুলেছেন মৃত পাইলটদের পরিবারেরা।

টাইমস ফোর্টিন ব্যুরো, জয়পুর, রাজস্থান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close