আরবিআই (RBI) ফের বাড়ালো রেপো রেট। দু’মাসের মধ্যেই আবার বাড়লো রেপ রেট। ৪.৪০ শতাংশ থেকে বেড়ে ৪.৯০ শতাংশ হল। বুধবার মনিটারি পলিসির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস।
রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়, তাকে রেপো রেট বলা হয়। দ্বিতীয় দফায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবার রেপো রেট বৃদ্ধির ঘোষণা করে। বুধবার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০ শতাংশে করা হচ্ছে।
চলতি অর্থ বছরে ৪ মে RBI রেপো রেট ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৪০ শতাংশ করেছিল। এবারের পুনরায় রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল একটি ‘অফ-সাইকেল’ বৈঠকে। বুধবার সকালে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন যে মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷