রাজনীতিতে যোগ দিতে চান সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা!

"যদি মানুষ চায় তাহলে অবশ্যই মানুষের সেবার জন্য রাজনীতিতে যোগ দেবো"। এমনটাই জানালেন রবার্ট বঢরা ।

আরও পড়ুন

জনগণ চাইলেই রাজনীতিতে যোগ দিতে পারেন এমনটাই জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢরা। “যদি মানুষ চায়” তাহলে অবশ্যই রবার্ট মানুষের সেবার জন্য রাজনীতিতে যোগ দেবেন। খবর সূত্রে জানা যায় , রবিবার এক ইউটিউব চ্যানেলকে রবার্ট এই কথা জানান। রবার্ট দাবি জনিয়েছেন, তিনি রাজনীতি বোঝেন। সম্পর্কিতভাবে তিনি আরও বলেন, “যদি মানুষ চায়” তাহলে তিনি রাজনীতিতে যোগ দেবেন এবং তাঁর জন্য তিনি একদম প্রস্তুত।

Robert Vadra

খবর সূত্রে জানা যায়, রবার্ট বলেছেন ” যদি জনগণ চায় আমি তাদের প্রতিনিধিত্ব করবো এবং রাজনীতিতে আমি যদি কোনো পরিবর্তন আনতে পারি, তাহলে অবশ্যই আমি এই পদক্ষেপ গ্রহণ করবো”। সরাসরি রাজনীতি করার মাধ্যমে রবার্ট বড়ো করে জনগণের সেবা করার কথা জানান। তিনি আরও জানিয়েছেন, তাঁর করা দানশীল সমস্ত কাজগুলি ১০ বছরের বেশি সমস্ত ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। তিনি রাজনীতিতে আসুক বা না আসুক তাঁর এই সমস্ত কাজগুলি তিনি করতে থাকবেন। তিনি বলেন, তিনি সারা দেশের মানুষের সঙ্গেই রয়েছেন এবং তারাও রবার্টের সঙ্গেই থাকবে। তাঁর মতে, এই দেশের সাধারণ মানুষেরা জানেন যে রবার্টের নাম নিলে তিনি আরও ভালো কাজ করবেন। বর্তমান দেশের কথা জানতে চাইলে রবার্ট বলেন যে এখনকার রাজনীতির পরিস্থিতি দেখলে তাঁর অস্বস্তি লাগে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close