গতকাল ১০ এপ্রিল দেওঘর ত্রিকূট পাহাড়ে আচমকাই রোপওয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও আটজন। ঘটনাটি হয় গতকাল বিকেলের দিকে। জানা যায় , দুটি ট্রলির পারস্পরিক ধাক্কার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। আতঙ্কে ট্রলি থেকে লাফ দেন এক দম্পতি। তারাও গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর সূত্রে জানা যায় , এই দুর্ঘটনার ফলে ১২ টি ট্রলি এখনো মাঝপথেই আটকে রয়েছে। সেখানে অন্তত প্রায় ৪৮ জনের মতো লোক আছে । তাঁদের কাছে জল-খাবার কিছুই পৌঁছায়নি বলেই জানা যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ। নামানো হয়েছে বায়ুসেনা। এছাড়াও এসেছে এনডিআরএফ(NDRF) টিম,সেনা জওয়ান এবং দমকল বাহিনি । সেখানে অতরিক্ত বায়ু প্রবাহের ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে । দেওঘরের ডেপুটি কমিশনার বৈজনাথ ভজন্ত্রি জানিয়েছেন, স্থানিয়রা এনডিআরএফ টিমকে অনেক সাহায্য করছেন । খুব শিঘ্রই বাকি লোক জনদেরকেও উদ্ধার করার কথা জানিয়েছেন তিনি।কি কারণে ঘটনাটি ঘটলো? অনুমান করা হচ্ছে যে, যান্ত্রিক অসুবিধের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু দুর্ঘটনা ঘটার এতক্ষন পরে কেন উদ্ধারকাজ চলছে? এতক্ষন কি করছিলেন পুলিশ প্রশাসন? উঠে আসছে একাধিক প্রশ্ন।