Himachal Pradesh: আবারও মাঝ আকাশে রোপওয়ে বিভ্রাট

হিমাচল প্রদেশে রোপওয়ে বিভ্রাট। মাঝ আকাশে আটকে রয়েছেন প্রায় ১১ জন পর্যটক রোপওয়ে। চলছে উদ্ধার কাজ

আরও পড়ুন

ঝাড়খণ্ডের দেওঘরের(Deoghar ropeway breakdown) পর হিমাচল প্রদেশে রোপওয়ে বিভ্রাটের ঘটনা ঘটল। প্রসঙ্গত, দেওঘরের ত্রিকূট পাহাড়ে গত ১০ এপ্রিল দেওঘর আচমকাই রোপওয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর সঙ্গে আটজন আহত হয়েছিলেন। রোপওয়েতেও আটকে ছিলেন অনেকেই। দেওঘরের পর এবার হিমাচল প্রদেশের সোলান জেলার পারওয়ানুর টিম্বার ট্রেল রোপওয়েতে বিভ্রাট ঘটল। মাঝ আকাশে আটকে অনেকক্ষণ ধরে আটকে থাকে রোপওয়ে।

হিমাচল প্রদেশের এই রোপওয়ে বিভ্রাটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। প্রায় ২ ঘন্টার জন্য মাঝ আকাশে আটকে ছিল রোপওয়েটি। আটকে পড়েছিলেন ১১ জন পর্যটক। তার মধ্যে ৪ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ।

ঘটনার খবর পেতেই প্রযুক্তিকর্মীরা উপস্থিত হন ঘটনাস্থলে। অন্যদিকে পর্যটক উদ্ধারে যাবতীয় ব্যবস্থাপনায় সাহায্য করেছে পুলিশ। জেলা শাসক জানিয়েছেন, পর্যটকদের নিরাপদে উদ্ধারে দ্রুত কাজে নেমে পড়েছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। এর ফলে একে একে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে।
তবে এখনও পর্যন্ত মৃত্যুর খবর মেলেনি।

ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close