Assam : রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন অসম

আরও পড়ুন

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অসমের বেশ কিছু এলাকা। ভারী বৃষ্টির জেরে জলের তলায় তলিয়ে গেছে প্রায় ১৪২টি গ্রাম। প্রায় ৩৩ হাজার ৪০০ জনেরও বেশি বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোকরাঝাড়, চিরাং, বক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত সে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার রাতভর ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি সৃর্ষ্টি হয়েছে। এরাজ্যের বেশ কয়েকটি শহর, গ্রাম, জমি জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর জেলায়। সেখানে ২৫ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিব্রুগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ হাজার ৮০০ জনেরও বেশি বাসিন্দা। তিনসুকিয়ায় ২ হাজার ৭০০ জনেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ব্যুরো নিউজ, গুয়াহাটি, অসম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close