Shimla : দূষিত জল পান করে অসুস্থ ৫০০ মানুষ

আরও পড়ুন

রবিবার দূষিত জল পান করে ১২ টি গ্রামের প্রায় ৫০০ মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের হামিরপুর জেলার নাদাউন মহকুমায় ।

সূত্রের খবর, জাঁদগি, গুজরান, জান্ডালি, রাজপুতান, পানিয়ালা, পাথিয়ালু, নিয়াতি সহ বহু গ্রামের মানুষ দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের দাবি- পরিশোধনের ব্যবস্থা না করেই পানীয় জল সরবরাহ করা হচ্ছিল। যার কারনেই এই ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এঘটনার পর জলশক্তি বিভাগের আধিকারিকরা জল সরবরাহ বন্ধ করে দেন। রাঙ্গাস পঞ্চায়েতের প্রধান রাজীব কুমার জানান, জলশক্তি বিভাগের সরবরাহ করা জল পান করার পর থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। অসুস্থ গ্রামবাসীদের মধ্যে কয়েকজনকে হামিরপুরে হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল রাতে অসুস্থের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। । হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তথা নাদাউনের বিধায়ক সুখবিন্দর সিং সুখু স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনকে বাড়িতে থাকা এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ঠিকমতো দেখাশোনা করার নির্দেশ দিয়েছেন। জেলা এবং রাজ্যস্তরের এজেন্সিগুলির কাছ থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। জলের নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।

ফোর্টিন টাইমলাইন,শিমলা, হিমাচল প্রদেশ । 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close