Femina Miss India 2022 : সিনি শেট্টির হাত ধরে কর্ণাটকের মুখ উজ্জ্বল

আরও পড়ুন

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২১-এ মানসা ভারানাসী(Manasa Varansi)) শীর্ষস্থান দখল করে ভারতকে গর্বিত করেছিলেন। মানসা ভারানাসীর পর এবার মিস ইন্ডিয়া ২০২২ হলেন সিনি শেট্টি(Sini Shetty)। পুরো নাম সিনি সদানন্দ শেট্টি। ফাইনালে ৩১ জনকে টপকে মিস ইন্ডিয়া হয়েছেন তিনি। এই ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২, ৫৮ তম দিবসে পদার্পন করল। এবার অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।

Femina Miss India 2022

রবিবার ছিল ফেমিনা মিস ওয়ার্ল্ড ২০২২ -এর অনুষ্ঠান। সেখানেই মিস ইন্ডিয়া হয়েছেন সিনি শেট্টি। তিনি তাঁর প্রতিভার সাহায্যে বিচারক এবং দর্শকদের মন জয় করে নেন। প্রতিবারের মতন এবারের প্রতিযোগিতাও কঠিন ছিল। বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা আরোরা, দিনো মরিয়া, রোহিত গান্ধী, রাহুল খান্না, শিয়ামকে দাবার এবং মিথালি রাজ। উপস্থিত ছিলেন বিভিন্ন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা।

কর্ণাটকের মেয়ে সিনি। তাঁর আগেও লারা দত্ত, সারা জেন ডায়াস, সন্ধ্যা চিব, নাফিসা জোসেফ, রেখা হান্ডে এবং লিমারাইনা ডি’সুজা কর্ণাটকের নাম উজ্জ্বল করেছিলেন। তাঁর জয়ে আরও একবার কর্ণাটকের নাম উজ্জ্বল হল।

ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close