Uttar Pradesh : সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ছ’জন

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় (Road Accident) নিহত হল একই পরিবারের ছ’জন। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। সপরিবারের গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, নিহতরা হলেন সোনু শাহ, বয়স ২৮ বছর, তার স্ত্রী সুজাবতী, বয়স ২৫ বছর, ভাই রবি শাহ, বয়স ১৮ বছর, বোন খুশি, বয়স ১৩ বছর, সোনুর শিশুপুত্র দিব্যাংশু, বয়স ৪ বছর এবং কন্যা রুচিকা, বয়স ৬ বছর। উত্তরাখণ্ডের নৈনিতালের লাল কুঁয়া থেকে সপরিবারে উত্তরপ্রদেশের দেওরিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা। শ্রীদত্তগঞ্জ থানা এলাকায় বিশ্বম্ভবরপুর গ্রামের কাছে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশের অনুমান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চালানো হচ্ছিল। ধাক্কা এতটাই জোরালো হয়েছিল যে, গাড়িটি একেবারেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।

ফোর্টিন টাইমলাইন, উত্তরপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close