কলকাতায় মৃণাল সেনের বায়োপিকের পর ক্রিকেটার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিউ ছবি হতে চলেছে। তবে এবার আর কলকাতায় নয়, তা হবে দেশের বাণিজ্য নগরী মুম্বই শহরে। বাস্তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি চরিত্র। পাশাপাশি দাদাগিরি নামের একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও যার খ্যাতি দেশ-বিদেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ২০২১ সালের গোড়ায় সৌরভ নিজেই তাঁর বায়োপিকের কথা ঘোষণা করেছিলেন। লিখেছিলেন, ক্রিকেটই তাঁর জীবন গড়ে দিয়েছে। এবার সেই জীবন নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা।
সূত্রের খবর, নিজের বায়োপিক কাজের জন্য মুম্বই গিয়েছিলেন তিনি। সেখানে চিত্রনাট্য পড়ার কাজে ব্যস্ত মহারাজ। সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে যেমন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল হৃত্বিক রোশন ও রণবীর কপুরের নাম। তবে সৌরভ নিজে বলেছিলেন, তাঁর চরিত্রে রণবীরকেই ভাল মানাবে। শেষ পর্যন্ত সেই নামেই হয়তো সীলমোহর পড়তে চলেছে। সেইসঙ্গে ডোনা বা সানার চরিত্র কারা করবেন- তা জানতেও আগ্রহী তাঁর অনুরাগীরা। তাঁর টিম থেকে বাদ পড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল গ্রেগ চ্যাপেলের। সেই চরিত্রে কে অভিনয় করবেন সেটাও কৌতূহলের বিষয়। এই ছবির প্রযোজনা করছে লাভ ফিল্মস। তবে সংস্থার মালিক লাভরঞ্জনই পরিচালক কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়েছবি তৈরি হলে সারা পৃথিবীর মানুষের যে আগ্রহের অন্ত থাকবে না, তা এক বাক্যে স্বীকার করেছেন বহু সিনেমাপ্রেমী মানুষ।
ফোর্টিন টাইমলাইন, মুম্বই।