যান্ত্রিক গোলযোগের কারণে মঙ্গলবার দুপুরে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভারতীয় স্পাইসজেটের বিমান। দিল্লি থেকে দুবাই এর এর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ওই স্পইসজেট SG-11 বিমানটি।
বর্তমানে বিমানটি করাচিতে নিরাপদ স্থানে অবতরণ করেছে বলে, বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।এই ঘটনায় রীতিমত চিন্তিত বিমান যাত্রীর।
ব্যুরো নিউস, নয়াদিল্লি, ফোর্টিন টাইমলাইন।