শনিবার সকালে মাটি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় উড়ার পর আচমকাই বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পায় ক্রু বিমানের সদস্যরা। যার জেরে আতঙ্ক ছড়ায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে স্পাইস জেটের একটি বিমানে। সূত্রের খবর বিমানটির যাত্রা পথ ছিল দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুর পর্যন্ত। সূত্রের খবর- আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
ফোর্টিন টাইম লাইন জবলপুর