SSC : পরের মাস থেকেই শিক্ষক-শিক্ষিকা নিয়োগ

আরও পড়ুন

২০১৬ পর্যন্ত রাজ্যে শেষ SSC(Staff Selection Commission) পরীক্ষা হয়েছিল। বিগত প্রায় ৬ বছর পর আবার SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এত দিন পর্যন্ত কোনও SSC পরীক্ষাই হয়নি। ৬ বছর পর আবার হবে SSC পরীক্ষা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) নিয়োগ শুরুর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নবান্নতে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিন বৈঠকে ব্রাত্য বসু জানান,” ২০১৬ সালে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে প্যানেলের ফলে মেধা তালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের কথা মাথায় রেখে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে “। ২০১৬ সালের ৫ হাজার ২৬১ এসএসসি পদ বাড়ানো হয়েছে। শরীরশক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের জন্যও তৈরি করা হয়েছে অতিরিক্ত পদ। কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শরীরশিক্ষার জন্য ৮৬০ টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। ব্রাত্য বলেন, “ মুখ্যমন্ত্রী সবসময় সমস্যা সমাধানের চেষ্টা করেন।”

বহু সময় ধরে SSC পরীক্ষা না হওয়ার ফলে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ করতে বদ্ধ হয়েছে। তাঁদের কথা ভেবেই মমতা বন্দোপাধ্যায় এদিন বুধবার এসএসসি-তে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্রাত্য বসু জানান, মেধা এবং যোগ্যতার নিরিখেই নিয়োগপ্রক্রিয়া করা হবে। তিনি আরও বলেন,”এ বার যে পরীক্ষা নেওয়া হবে, তাতে ভুলচুক হলে সংশোধন করা হবে, মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে, সেখানে রাজনীতির কোনও সম্পর্ক থাকবে না “।

সূত্রের খবর, আপাতত ১৬০০ পদ তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ”  আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও চিন্তাভাবনা হবে। আন্দোলন হোক বা না হোক, মানুষের যদি ন্যায্য দাবি থাকে, তা পূরণে মুখ্যমন্ত্রী সবসময়ই তৎপর। “

জানা গেছে, শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পাশাপাশি প্রধান শিক্ষক পদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পরের মাস থেকেই অর্থাৎ জুন থেকেই শুরু হয়ে যাবে SSC-তে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। পরের মাসে, পুজোর আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close