রবিবার হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দ সিং সুখু। বয়স ৫৮ বছর। এদিন সিমলায় রিৎজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপিস্থিত থাকতে দেখা যায় মল্লিকাৰ্জুন খাড়গে,রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে।
শপথ গ্রহণের পর হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেন, ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আলোচনা
করা হবে। পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হবে..আগে মানুষরা বলছিল কংগ্রেস কোনও রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু আজ আমরা বিজেপির জয়রথ থামিয়ে দিতে পেরেছি।’এদিকে শপথ গ্রহণের আগেই সুখু বলেছিলেন, তিনি একটি সাধারণ পরিবারের সন্তান হয়েও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তিনি বলেন, ‘আমি খুব খুশি, একটি সাধারণ পরিবারের মানুষ হয়েও আমি মুখ্যমন্ত্রী হতে চলেছি। কংগ্রেসও গান্ধী পরিবারকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার মা আমাকে রাজনীতিতে আসার জন্য কোনওদিন আটকাননি। তাঁর আশীর্বাদেই আমি এতদূর পৌঁছেছি।’ শুরু হ’ল সুখবিন্দ সিং সুখুর পাঁচ বছরের পথচলা। এর ফলেপরিবারতন্ত্র থেকে বেড়িয়ে হিমাচলেও সরকার গড়লো কংগ্রেস। এমন ঘটনায় খুশি সাধারণ মানুষ।
টাইমস ফোর্টিন ব্যুরো, সিমলা, হিমাচল প্রদেশ।