tanagar: ফের চিনা আগ্রাসন অরুণাচল, পিছু হটল লাল ফৌজ

আরও পড়ুন

ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ভারত চিন সীমান্তে চিনের লাল ফৌজ ভারতের সীমান্তে ঢুকতে গেলে ভারতীয় সেনা বাধা দেয়। ভারতীয় সেনা বাধা দিতে গেলে তা হাতাহাতিতে পরিণত হয়। চিনারা সেখানে পেরেকযুক্ত লাঠি নিয়ে এসে ভারতীয় সেনাদের উপর আক্রমণ করলে ভারতীয়রাও তাদেরকে সেই লাঠি কেড়ে নিয়ে লাল ফৌজদের ওপর চড়াও হয় এবং ভারতীয় সেনারা চিনা সৈন্যদের লাঠি কেড়ে নিয়ে বেধড়ক মারধর করে। দু’পক্ষের মারামারিতে লাল ফৌজদের চব্বিশ জন আহত হয় এবং ভারতীয় সেনারাওছ’জন আহত হয়। ভারতীয় সেনারা বর্তমানে গুয়াহাটির ১৫১ নম্বর বেস সেনা হাসপাতালে ভর্তি আছে। সেখানে ভারতীয় সেনাদের চিকিৎসা চলছে। ভারতীয় সেনাদের দাপটে পিছু উঠতে বাধ্য হয় লাল ফৌজ।

টাইমস্ ফোর্টিন ব্যুরো, ইটানগর, আরুনাচলপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close