আলেকজান্ডার ভারতবর্ষে যুদ্ধ করতে এসে ম্যাসেডোনিয়ান গ্রীক জেনারেল, অফিসার সেলুকাস-কে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই ভারত বর্ষ ! মকর সংক্রান্তির দিনেও আলেকজান্ডার বেঁচে থাকলে হয়তোবা এমন কথাই পুনরায় বিড় বিড় করে উচ্চারণ করতেন। পৃথিবীর পূণ্যভূমি ভারতবর্ষের অঙ্গরাজ্য গুলিতে নানান নামে পৌষ পার্বণ পালিত হয়ে আসছে দীর্ঘদিন। তিন দশক আগেও বিভিন্ন সাধারণ জ্ঞানের খাতায় ‘বিহু’ উৎসব কোন রাজ্যে হয় বলে প্রশ্নপত্রে লেখা থাকতো। দেখে নেব কোন কোন রাজ্যে মকর সংক্রান্তি কি কি নামে পালিত হয়ে আসছে-
শংকর রায়চৌধুরীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।