এবার ড্রাগ ইন্সপেক্টরের বাড়ি থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণ অর্থ। উদ্ধারকৃত অর্থের পরিমাণ যে এত মোটা অঙ্কের হবে তা কে-ই-বা জানতো ? সম্পূর্ণ টাকা গুনতে নাকি কয়েক ঘন্টা লেগেছে ভিজিল্যান্স এর আধিকারিকদের। এত বিপুল পরিমাণ অর্থ দেখে রীতিমতো চক্ষু ছানাবড়া সবার।
শনিবার ঘটনাটি ঘটে বিহারের পাটনায়। সূত্রের খবর- ড্রাগ ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে অভিযান চালান ভিজিল্যান্স এর আধিকারিকরা।এরপরই বাড়িজুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। বেরিয়ে আসে ১০০ থেকে ২০০০ নোটের বান্ডিল। শুধু নগদ টাকাই নয়, বিভিন্ন সম্পত্তির নথি-সহ সোনা, রুপোর হদিশ মেলে সেখানে। জিতেন্দ্র কুমারের কয়েকটি বিলাবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দিন ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিহারের পাটনা-সহ মোট ৪টি জায়গায় অভিযান চালান আধিকারিকরা। অনেকদিন যাবত জিতেন্দ্র কুমার ভিজিলেন্স এর আতস কাঁচের তলায় ছিলেন। এবার জিতেন্দ্র কুমার এর উপর জাঁকিয়ে বসেছে ভিজিলান্স কমিশন।
ব্যুরো নিউজ,পাটনা,বিহার।