ন্দেহতো আগেই ছিল সঙ্গে আতঙ্কও, তবে প্রমান না পাওয়ায় কিছু বলা সম্ভব হচ্ছিল না। কিন্তু এতদিনে প্রমান পাওয়া গেল। সূত্রের খবর অনুসারে জম্মুতে নরেন্দ্র মোদীর সভা চলাকালীন এক বড়সড় হামলা চলানোর ছক কষেছিল জঙ্গিরা।
গত সপ্তাহে রবিবার জম্মু সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঠিক সেইদিনই সভাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এক ফাঁকা মাঠে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। যদিও সেইসময় পুলিশ প্রাথমিক ভাবে সেই বিস্ফোরণকে বজ্রপাত ও উল্কাপাত মনে করেছিল কিন্তু সম্প্রতি গোয়েন্দা বিভাগ সেই বিষয়কে চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে দেয়। প্রসঙ্গত গোয়েন্দারা জানান, ড্রোনের মাধ্যমে আইইডি বিস্ফোরক ফেলা হয়েছিল। ঘটনা সূত্রে জানা যায় ওই মাঠ থেকে আরডিএক্স (RDX) ও নাইট্রেট (Hg2(NO3)2) যৌগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে সিএফএসএল(CFSL) এর তরফ বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো গিয়েছে।
উল্লেখ্য গত রবিবার জম্মুর এক জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে সভা সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরবর্তী এক স্থানে বিস্ফোরণ করানো হয়। পুলিশ সূত্রে তখন জানান হয়েছিল উল্কাপাত অথবা বজ্রপাতের জেরেই নাকি এমন বিস্ফোরণ। পরবর্তী সময়ে গোয়েন্দা সূত্রে বলা হয়েছে বিস্ফোরণ হওয়ার ঠিক কিছুক্ষন আগে কোনো কিছু ওড়ার শব্দ শোনা গিয়েছিল এমনকি আশপাশের বাসিন্দারা শব্দ শুনতে পেয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি ড্রোনের মাধ্যমেই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অনুমান করেছে গোয়েন্দা বিভাগ। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ তথ্য সংগ্রহ করতে গেলে রিপোর্টে জানা যায় সেই সংগৃহিত তথ্যে আরডিএক্স (RDX) ও নাইট্রেট (Hg 2(NO3)2) যৌগ পাওয়া যায়। ফলে বিস্ফোরণ ঘটনার সন্দেহ আরও জোরদার হয়ে যায়।
বর্তমানে ভারত -পাকিস্তানের সীমান্তবর্তী স্থানে আদতে ড্রোন পাঠানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের খবর।