New Delhi : জাতীয় দলের তকমা হারানোর পরদিনই পদত্যাগ তৃণমূল সাংসদের

আরও পড়ুন

সোমবার জাতীয় দলের তকমা হারানোর পরদিনই তৃণমূল থেকে পদত্যাগ করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের কাছে রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফা দেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর কংগ্রেস ত্যাগ করেন ফালেইরো। ২৯ সেপ্টেম্বর কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন তিনি। গোয়ায় বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরোকে দলে নিয়ে বড় চমক দিয়েছিল ঘাসফুল শিবির। সেই বছরই অর্পিতা ঘোষের জায়গায় তাকে রাজ্যসভায় সাংসদ নির্বাচন করা হয়। তিনি দলের সর্বভারতীয় সহ-সভাপতিও ছিলেন। গোয়া বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপালেও কার্যত বিপর্যয় ঘটে তৃণমূলের। এরপর থেকেই ফালেইরোর সঙ্গে তৃণমূল নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। সোমবার তৃণমূল জাতীয় দলের তকমা খোয়ানোয় তিনি তৃণমূল থেকে সড়ে আসবেন বলে স্থির করেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগ করায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়াল ১২।

ফোর্টিন টাইমলাইন, নয়াদিল্লি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close