স্বামীকে প্রতিদিন খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে মারার অভিযোগ স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম কমলাকান্ত। স্ত্রী এবং তাঁর প্রেমিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, কমলাকান্ত এবং তার স্ত্রী কবিতার সঙ্গে তার কয়েক বছর আগে বিচ্ছেদ হয়ে যায়। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তারা দু’জনে একসঙ্গে থাকতে শুরু করেন। পুলিশ সূত্রে খবর, কমলকান্তের ছোটবেলার বন্ধু হিতেশের সঙ্গে কবিতার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল।
প্রসঙ্গত, কিছু দিন আগেই পেটের অসুখে মৃত্যু হয় কমলকান্তের মায়ের। আর তারপর থেকেই পেটের অসুখে ভুগছিলেন কমলাকান্ত। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, কমলকান্তের রক্তে আর্সেনিক এবং থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। গত ১৯ নভেম্বর মৃত্যু হয় তার।
এহেন ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। তদন্তে নামে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। এরপরই গ্রেফতার করা হয় কবিতা এবং তার প্রেমিক হিতেশকে। তাদরেকে জেরা করার পর প্রকাশ্যে আসে চক্রান্তের কথা। কবিতা জানান, তিনি স্বামীর খাবারে প্রতি দিন অল্প অল্প করে বিষ মিশিয়ে দিতেন। অপদিকে কমলাকান্তের মায়ের মৃত্যুতেও তাদের দু’জনের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মুম্বই।