RBI : এবার টাকায় মিলবে কালাম,রবিঠাকুরের ছবি

আরও পড়ুন

মোহনদাস করমচাঁদ গান্ধির একছত্র অধিকার শেষ, এখন থেকে ব্যাঙ্কনোট-এ পাওয়ার সম্ভবনা রয়েছে এপিজে আব্দুল কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ছবি। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, রূপবদল হতে পারে ব্যাঙ্কনোটের। শুধু মহাত্মা গান্ধি-ই নন, এ বার টাকায় দেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবিও। তবে বিভিন্ন নোটে নানান মনীষীদের ছবি ছাপার ভাবনায় রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার করা নিয়ে আলোচনা শুরু করেছে বলে খবর। তবে আপাতত সব নোট থেকেই সরানো হচ্ছে না গাঁধীজির ছবি। কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে এক একটি নোটে এক এক মনীষীর ছবি ব্যবহার করার কথা ভাবনায় রয়েছে।

বিষয়টি নিয়ে ‘সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে ইতিমধ্যেই আরবিআই-এর একপ্রস্থ আলোচনা শেষ হয়েছে। রবীন্দ্রনাথ ও কালামের ছবি দেওয়া দুই ধরনের নোটের কপি দিল্লি আইআইটির এমেরেটাস অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত কোন নোটটি বেছে নেওয়া হবে, তার দায়িত্ব দেওয়া হতে পারে শ্রী সাহানির উপরেই।

এমন খবরে তালিমনাডু এবং বাংলার মানুষ যারপরনাই খুশি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close