Uttar Pradesh : নৌকাডুবিতে মৃত ৯ , নিখোঁজের সংখ্যা ১২

আরও পড়ুন

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বান্দা জেলার যমুনা নদীতে ৩০ জনের যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকাটি মার্কা থেকে ফতেপুর জেলার জারাউলি ঘাটের দিকে যাত্রা করেছিল। সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনকে সাঁতার কেটে
নিরাপদ স্থানে উঠতে দেখা গেলেও নিখোঁজ হয়েছেন অনেককেই। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে খবর- এই নৌকাডুবিতে কমপক্ষে ১২ জন নিখোঁজ ছিলেন। এরপর ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করলে প্রথমদিনেই তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার উদ্ধারকারী দল আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার করে । পুলিশ ও ডুবুরিদের সহযোগিতায় বান্দার কিষাণপুর ঘাট থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয় । পুলিশ মৃতদেহ গুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

বান্দা জেলা ম্যাজিস্ট্রেট অনুরাগ প্যাটেল বলেন, প্রবল হাওয়ার কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে বিশাল ঢেউয়ের ধাক্কা লেগে ডুবে যায়। অতিরিক্ত এসপি লক্ষ্মী নিবাস মিশ্র বলেন, সঙ্গে সঙ্গে সাত-আটজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো অনেক নৌকা যাত্রীর কোনো খোঁজ নেই। তবে তল্লাশি চালানো হবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করার নির্দেশ দিয়েছেন।

টাইমস ফোর্টিন ব্যুরো, লখনৌ, উত্তরপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close