Uttar Pradesh : সাত সকালে বাস দুর্ঘটনা, কাঠগড়ায় দুই বাস চালক

আরও পড়ুন

সোমবার সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনার স্বাক্ষী থাকল উত্তর প্রদেশ । দুই বাস চালকের রেষারেষির ফলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে মৃত্যুর কবলে পড়লেন বাস যাত্রীরা। মর্মান্তিক এই দুর্ঘটনটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবনকি জেলায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের । গুরুতর আহত হন ২০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । তাদেরকে লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়।
,,
স্থানীয় সূত্রে খবর, বাস দুটি বিহার থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু লোনি কাটরা পুলিশ স্টেশনের কাছে নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুটি বাসের রেষারেষি করায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সামনে থাকা আরেকটি বাসকে সজোরে ধাক্কা মারে। সামনে থাকা বাসটির অর্ধেক অংশ দুমড়ে-মুছড়ে গুঁড়ো হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ বিশাল দমকলবাহিনী।

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হায়দরগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। মৃতদের পরিবারে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন ও দ্রুত উদ্ধার কাজের নির্দেশ দিয়েছেন তিনি।

ব্যুরো নিউজ, লখনৌ, উত্তর প্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close