Varanasi : গঙ্গায় নৌকাডুবি, প্রাণ গেল ৪০ যাত্রীর

আরও পড়ুন

শনিবার সকালে বারাণসীতে আচমকা নৌকাডুবিতে নিহত হলেন ৪০ জন যাত্রী।

সূত্রের খবর, নৌকার যাত্রীদের অধিকাংশই কেরালার বাসিন্দা। শনিবার সকালে তারা নৌকাবিহারে বেড়িয়েছিলেন গঙ্গায়। আচমকাই যাত্রীসমেত নৌকাটি গঙ্গায় ডুবে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন যাত্রীদের উদ্ধারের জন্য। ঘটনাস্থলে তরিঘড়ি সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণহানি অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে বলে প্রশাসনসূত্রে খবর। তবে উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।এদিকে ঘটনার পর থেকেই পলাতক নৌকাচালক। সরকারি নিয়ম লঙ্ঘন করার ফলেই বারাণসীতে বার বার একই ঘটনা ঘটেই চলেছে বলে প্রশাসন সূত্রের খবর।

ব্যুরো নিউজ, বারাণসী, উত্তর প্রদেশ। ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close