বেলা সাড়ে ১২ টা থেকে হোয়াটস অ্যাপ পরিষেবা বন্ধ হওয়ায় রীতিমতো নাজেহাল হচ্ছেন মানুষ। জি মেইল, হোয়াটস অ্যাপ ও মেসেন্জার-এর যুগে যেখানে কারুর পক্ষে এক পাও এগোনো সম্ভব নয়, সেখানে বেলা সাড়ে ১২ টা থেকে পরিষেবা বন্ধ হওয়ায় বিশ্ববাসী অসহায়।
সূত্রের খবর, বেলা সাড়ে ১২ থেকেই হোয়াটস অ্যাপ গ্রুপে মেসেজ পাঠানোর ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। এরপর পার্সোনাল মেসেজ পাঠানোর ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। যেখানে এই সব পরিষেবা ছাড়া এক মুহূর্তও কল্পনাও করা যায়না, সেখানে হোয়াটস অ্যাপের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা বিনা নোটিসে বন্ধ ঘয়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন অগন্তি মানুষ। কতক্ষণ পরে এই পরিষেবা স্বাভাবিক হয় সেটাই এখন দেখার।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শুধু ভারত নয়, তুরস্ক ও ইটালিতেও একই সমস্যা দেখা দিয়েছে। এনিয়ে সোশ্যাস মিডিয়ায় মিমসও ছড়িয়ে পড়েছে।
So I was blaming my WiFi but actually I got to check on Twitter that the WhatsApp is down. @WhatsApp#whatsappdown pic.twitter.com/43tuT6cyol
— Mohsin Shafique (@Mohsinkhan7__) October 25, 2022
People Coming to Twitter to see if WhatsApp is down#WhatsappDown pic.twitter.com/eGi25KiQhU
— Bella Ciao (Chai) (@punjabiii_munda) October 25, 2022
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।