ATM কার্ড ছাড়াই এখন ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে, এই নিয়ে RBI এর গভর্নর কি বললেন??

দেশের সমস্ত ব্যাংকেই অবিলম্বে কার্ড ছাড়া টাকা তোলা যাবে। এমনটাই জানালেন RBI এর গভর্নর শক্তিকান্ত দাস।

আরও পড়ুন

এবার কার্ড ছাড়াই সব ব্যাঙ্ক এবং ATM থেকে টাকা তোলা যাবে। এমনটাই ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস। ২০২২-২৩ সালে হওয়া এইবার প্রথম অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির ভাষণে তিনি এই কথাটি বলেছিলেন। তিনি আরো বলেছেন যে , দেশের অল্পসংখক ব্যাংকে এই সুযোগ থাকলেও চলতি বছরে এটি গোটা দেশেই শুরু হয়ে যাবে।

ATM(Automated Teller Machine)

RBI -এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন,” এই মুহূর্তে ATM থেকে কার্ড ব্যবহার না করে টাকা তোলার সুযোগ রয়েছে সামান্য কয়েকটি ব্যাংকে। এইবার প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত ব্যাঙ্ক ও ATM এই যেন UPI ব্যবহার করে টাকা তোলার সুবিধা থাকে।” RBI এর চালু করা নিয়মানুযায়ী, কার্ড ছাড়া কমপক্ষে ১০০ টাকা তোলা যাবে। একদিনে সর্বাধিক ১০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা যায়। দেশে কোনো কার্ড ছাড়া টাকা তোলার নিয়মটি চালু হয়ে গেলে এই সীমা বদলেও যেতে পারে।
RBI আবার রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরবর্তিত রেখেছে। রিসার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে, তা হলো রেপো রেট। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাঙ্ক যে হারে অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তা হলো রিভার্স রেপো রেট। বাণিজ্যিক ব্যাংকগুলিকে সুদের হার কমাতে উৎসাহিত করা হয় যাতে, সাধারণ মানুষ আরও ঋণ নেয় ও বাজারে যেন টাকার যোগান বাড়ে। রিজার্ভ ব্যাঙ্ক এই পথ ধরে হাটতে চায়না। এমনটাই জানা গিয়েছে RBI থেকে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close