নারী কল্যাণ এবং নারী সুরক্ষার জন্য নতুন নিয়ম চালু করলেন উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রসঙ্গত, মহিলাদের সুরক্ষার কথা ভেবেই এমনই বড়সড়ো সিদ্ধান্ত ওই রাজ্য সরকারের। চাকরিরতা মহিলাদের সন্ধ্যে ৭টার পরে তাদের ইচ্ছের বিরুদ্ধে কোনভাবেই কাজ করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থা। যদি কোন মহিলা সন্ধ্যে ৭ টার পর কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে সে ক্ষত্রে সেই মহিলাকে কাজ থেকে বরখাস্ত করতে পারবে না সেই সংস্থা।
উত্তর প্রদেশ সরকারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে- কোনও মহিলা যদি সন্ধ্যে ৭টা থেকে সকাল ৬টার মধ্যে কাজ করতে ইচ্ছুক থাকেন, তবে সংশ্লিষ্ট সংস্থাকে অবশ্যই ওই মহিলার কাছ থেকে লিখিত স্ব ঘোষণা (Self declaration) নিতে হবে, এবং সেই অনুমতি সংশ্লিষ্ট সংস্থার কাছে প্রমাণপত্র হিসেবে রাখতে হবে। এমন একই নিয়ম সেই সব মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা বাড়ি থেকে বসে (Work From Home) কাজ করবেন। অন্যদিকে এমন নীতিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিভিন্ন নারী কল্যাণ সমিতি। তাদের অধিকাংশেরই বক্তব্য- চাকরিতে যোগদানের সময়ই লিখিয়ে নেবে বিভিন্ন সংস্থা, ফলে তা নারী সুরক্ষার ক্ষেত্রে কোনও কাজে আসবে না। তবে শেষে সাফল্য মেলে কিনা সেটাই দেখার।