ভুয়ো খবর সম্প্রচারের দায়ে ৩৫টি ইউটিউব চ্যানেলকে ব্লক করলো কেন্দ্র। ভারতের কয়েকটি চ্যানেলের সাথে পাকিস্তানের চ্যানেলও রয়েছে। এই চ্যানেলগুলি দেশের আইন-শৃঙ্খলা,বৈদেশিক তথ্য সম্পর্কে অনেক ভুয়ো খবর সম্প্রচার করেছে। তাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। কেন্দ্রের একটি সূত্র থেকে জানা যায়,গত বছর ২০২১ এ তথ্যপ্রযুক্তি আইন চালু হওয়ায় প্রথম ইউটিউবের মাধ্যমে একাধিক ভারতীয় সংবাদ চ্যানেলের সঙ্গে সঙ্গে তিনটি টুইটার একাউন্ট, একটি ফেসবুক একাউন্ট, একটি নিউজ ওয়েবসাইট ব্লক করে কেন্দ্র।
দর্শকদের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি করার জন্য তারা প্রচলিত নিউজ চ্যানেলের লোগো ব্যবহার করে নানা ধরণের খবর সম্প্রচার করতো। জানা যায় যে, কয়েকটি চ্যানেলের সঙ্গে পাকিস্তানের সরাসরিভাবে যোগ ছিল । তাদের চ্যানেলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সঙ্গে ভারতের নামও দেখা গেছে। তার কিছু প্রমানও রয়েছে ।’বিশ্বযুদ্ধের ঘোষণা, গোটা ভারত বনধ’, ‘পরমাণু বোমা বিস্ফোরণে ভারতের মাটি কেঁপে উঠলো ‘ এছাড়া আরো অনেক ভুয়ো তথ্য সম্প্রচার করা হতো। প্রচলিত সংবাদ মাধ্যমের লোগো থাকার কারণে সাধারণ মানুষও তা বিশ্বাস করতে বাধ্য হতো। বিষয়টি ভালোমতো জানার পর সরকার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করে।
চ্যানেলগুলি হলো :
-
- Khabar with Facts
- Khabar Taiz
- Global Truth
- New Global Facts
- Information Hub
- Flash Now
- Faisal Tarar Speaks
- Apni Duniya TV
- Haqeekat ki Duniya
- Shahzad Abbas
- Mera Pakistan With Sahab
- Khabar With Ahmad
- HR TV
- Sabee Kazmi
- Such TV Network
- Saqib Speaks
- Salman Haidar Official
- Sajid Gondal Speaks
- Maleeha Hashme
- Umar Daraz Gondal
- Khoji TV
- Khoji TV 2.0
- Cover Point
- Junaid Flix
- National Studio
- Informative World
- Duniya Official
- Studio360
- Haqeeqat TV News
- Haqeeqat TV786
- Bol Media TV
- Urdu Studio
- Zaki Abbas
- White News
- DNow