মঙ্গলবার ইসলামপুর থানার রামগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায় নি।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন লেগে যায় পাশাপাশি বেশ কয়েকটি কাপর সহ অন্যান্য দোকানে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাজারে নোংরা আবর্জনা থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয়দের আনুমান। আগুন লাগার আসল কারন জানতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।