Jalpaiguri : হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের

আরও পড়ুন

হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে জলপাইগুড়ির বানারহাটের সাঁকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার রাতে ওই বিদ্যালয়ের বারান্দায় ঘুমোচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ়। দীর্ঘদিন যাবৎ সেই বিদ্যালয়ে ঘুমোতো সে। তাকে রাতে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে গিয়ে পিষে মারে হাতি। সূত্রের খবর, শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা সেই প্রৌঢ়ের মৃতদেহ দেখতে পান। তার পাশেই মাটিতে হাতিটির পায়ের ছাপ দেখা যায়। বাসিন্দাদের একাংশের দাবি, শুক্রবার রাত ১টা নাগাদ হাতির চিৎকারও শুনতে পেয়েছেন তারা। এরপর তারা ওই প্রৌঢ়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এদিন পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি বন্যপ্রাণি শাখার রেঞ্জার অফিসার শুভাশীষ রায়।স্থানীয়দের দাবি, বোয়া গণেশ নামের এক হাতির দুর্নাম রয়েছে ওই এলাকায়। হাতিটির বাম দিকের দাঁত ভাঙা।গ্রামবাসীদের অভিযোগ, প্রায় প্রতি রাতেই তার হানায় স্থানীয়দের অনেক ক্ষয়-ক্ষতি হয়।

ফোর্টিন টাইমলাইন , জলপাইগুড়ি

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close