চা বাগানে রান্নার জ্বালানি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত চতুর্থ শ্রেণির ছাত্র।
চা বাগানে গাছের শুকনো চা গাছের ডাল সংগ্রহে করতে গিয়ে আক্রান্ত বছর এগারোর রেহান ওরাওঁ। ঘটনাকে ঘিরে শনিবার ক্রান্তির মাঝগ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বালিধুরা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রেহান শনিবার সকালে হেঁসেলের রান্নার জ্বালানি সংগ্রহের জন্য বাড়ির পাশের চা বাগানে যায়। সেই সময় চা বাগানের ঝোপ থেকে একটি চিতাবাঘ যে তার ওপর হামলা চালাতে পারে তা খুদে স্বপ্নেও ভাবেনি। চিতাবাঘের হামলায় তার শরীর ও মুখে একাধিক ক্ষত হলেও আতঙ্কিত না হয়ে জ্বালানির জন্য সংগ্রহ করা চা গাছের ডাল দিয়ে রেহান চিতাবাঘটিকে আঘাত করতে থাকে। পাশাপাশি আর্ত চিৎকারও করতে থাকে। তার চিৎকারে স্থানীয়রাও ছুটে আসেন। সেই দেখে চিতাবাঘটি পালিয়ে যায়। এরপর ওই খুদেকে প্রথমে উত্তর সারিপাকুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিযে যাওয়া হয়। বনকর্মীরা পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ওদলাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বন দফতরের অপালচাঁদ রেঞ্জের রেঞ্জ অফিসার মহম্মদ হুসেন রসিদ বলেন, ‘আহত ওই ছাত্রটি বর্তমানে সুস্থ রয়েছে। এলাকাবাসীদের দাবি মেনে সমস্ত দিক খতিয়ে দেখে চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা পাতা হবে।’
ফোর্টিন টাইমলাইন, ক্রান্তি,জলপাইগুড়ি।