ছেলের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে সীমান্তের কাঁটা তার, কেটে ছিলেন বৃদ্ধ। কিন্তু শেষ রক্ষা হলো না। স্ত্রী, বৌমা এবং এক বছরের নাতনি সহ বিএসএফ এর হাতে ধরা পরলেন এক বাংলাদেশী। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার সিঙ্গিমারি ভারত বাংলাদেশ সীমান্তে। জলপাইগুড়ি কোতয়ালী থানা সুত্রের খবর, বেআইনি ভাবে এদেশে প্রবেশের অপরাধে বিমল অধিকারী সহ তার পরিবারকে গ্রেফতার করে আদালতে পাঠান হয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশের নারায়নপুর পিরগঞ্জের বাসিন্দা বিমল অধিকারীর ছেলে দীর্ঘ কয়েক বছর থেকে শিলিগুড়ি সংলগ্ন পানীট্যাঙ্কি এলাকায় রয়েছে। সেখানে তিনি সুপারির ব্যবসা করে। তাই ছেলের সাথে দেখা,করতে তিনি তার স্ত্রী- মালতি রানী অধিকারী, বউ মা -ঝর্না অধিকারি এবং একবছরের নাতনি কে নিয়ে গতকাল সিঙ্গিমারির সীমান্ত দিয়ে এদেশে প্রবেশের জন্য কাঁটা তার বেড়িয়ে ঢোকার চেষ্টা করেন। কিন্তু বিএসএফ এর নজরে পরে যাওয়ায় সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। এরপর ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিমল অধিকারী জানান তার ছেলে দীর্ঘ বছর থেকেই পানীট্যাঙ্কি এলাকায় থেকে ব্যবসা,করছে। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানান তিনি।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।