বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর এলাকায় জসিমুদ্দিন আহমেদের বাড়িতে অভিযান চলায়। অভিযান চালিয়ে ৩৩ লক্ষ ৩ হাজার ১০০ টাকা উদ্ধার করে। ধৃতরা হল জসিমুদ্দিন আহমেদ ওরফে আলম এবং রাবিউল ইসলাম ওরফে রাব্বি। জসিমুদ্দিন ও রাব্বি সম্পর্কে দাদাভাই। গ্রেফতার করা হয়েছে দু-জনকে।
সূত্রের খবর, রাজু শেখ নামে এক ব্রাউন সুগার কারবারি লেনদেনের সময় এক ডিলারকে জানায়, ব্রাউন সুগারের কারবার করে সে বিপুল টাকা আয় করেছে। সেই টাকা তার শ্বশুর জসিমুদ্দিনের বাড়িতে রাখা আছে। সেই খবর যায় পুলিশের কাছে। এরপরই পুলিশ অভিযান চালায় জসিমুদ্দিনের বাড়িতে। টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। টাকাগুলি ব্রাউন সুগার বিক্রির টাকা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।ঘটনার তদন্ত করছে পুলিশ। ধৃত দের উপর মামলা শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ।
ফোর্টিন টাইমলাইন,মালদা।