কালিয়াগঞ্জ বিনোদন পার্কের প্রবেশ মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল কালিয়াগঞ্জ পুরসভার বিজেপি কাউন্সিলররা। সোমবার কালিয়াগঞ্জের পুরসভার পুরপিতার দাবি শিশুদের বিনোদনের জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করাতে তিনিও অনুতপ্ত। পার্কের রক্ষাবেক্ষনের জন্য যে অর্থ ধার্য করা হয়েছে তাতে কালিয়াগঞ্জে মানুষ মেনে নিয়েছেন।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার কাছে শিশুদের একটি বিনোদন পার্ক রয়েছে। গত বছরে এই পার্কের প্রবেশ মূল্য ছিল পাঁচ টাকা। সম্প্রতি কালিয়াগঞ্জ পুরসভার বর্তমান বোর্ড পার্কটির সৌন্দর্য্যের দিকে নজর দেয়। বড়দিনের আগে কালিয়াগঞ্জ পুরসভার তৃনমূল পরিচালিত পুর বোর্ড বিনোদন পার্কের প্রবেশ মূল্য পাঁচ টাকা থেকে বাড়িয়ে দশ টাকা করে দিয়েছে। কিন্তু বাকি পার্কগুলির প্রবেশ মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার বিজেপি কাউন্সিলররা বিনোদন পার্কে প্রবেশ মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন। বিজেপি কাউন্সিলরদের পুরোপুরি অন্ধকারে রেখে বিনোদন পার্কের প্রবেশ মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ। করোনা অতিমারির কারনে কালিয়াগঞ্জে মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ঠিক তখনই পুরসভার এই বিনোদন পার্কের প্রবেশ মূল্য বৃদ্ধি। কালিয়াগঞ্জের মানুষকে নিয়ে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস।
বিজেপির এমন অভিযোগ মানতে চাননি কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা রামনিবাস সাহা। তিনি জানান, বিনোদন পার্কের প্রবেশ মূল্য বৃদ্ধি নিয়ে কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিনোদন পার্কের রক্ষনাবেক্ষনের জন্য এর প্রবেশ মূল্য বৃদ্ধি করা হয়েছে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।