কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুল থেকে উদ্ধার হ’ল গোখরো সাপ । রবিবার দুপুরে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাইস্কুলের মিড-ডে মিলের স্টোর রুমে শিক্ষকরা একটি বিষধর গোখরো সাপ দেখতে পান। তখন স্কুল চলছিল । শিক্ষক -শিক্ষিকারা আতঙ্কিত হয়ে সাপটিকে উদ্ধারের জন্য ফোন করেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলসের অফিসে । খবর পেয়ে সংস্থার প্রশিক্ষিত সদস্য অগ্নি মোদক এবং আদিত্য আগরওয়াল সেই স্কুলে গিয়ে কিছুক্ষণের প্রচেষ্টায় প্রায় চার ফুটের দৈর্ঘ্যের গোখরো সাপটিকে ধরতে সমর্থ হয়। হাফ ছেড়ে বাঁচেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্ররা। সাপটিকে উদ্ধার করার পর সংস্থার সদস্যরা সাপ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করে দেন এবং তাদের এটাও বলা হয়- কোনও কারনে সাপে কামড়ের ঘটনা ঘটলে তারা যেনও কোনও ওঝা বা গুনিনের কাছে না গিয়ে সোজা হাসপাতালে চলে যান চিকিৎসার জন্য।
ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।