Kaliaganj: নসিরহাটের পূজোর এবারের থিম আস্ত যাত্রাগ্রাম

আরও পড়ুন

সোশাল মিডিয়ার যুগে পুরোনো ইতিহাস নষ্ট হতে চলেছে। নষ্ট হওয়া ইতিহাসের মধ্যে যাত্রাপালা। বছর বিশেক আগে গ্রামগঞ্জের মূল বিনোদন ছিল যাত্রা।দূর্গা,কালী পূজা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হলে হ্যাজাক জ্বালিয়ে চলত যাত্রাপাল। যাত্রা দেখতে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হতেন।নব প্রজন্মের কাছে বিষয়টি অধরাই থেকে গেছে। গ্রামগঞ্জের বহু মানুষ এই শিল্পে কর্মসংস্থান হত। কালের নিয়মে আজ সেই যাত্রাপালা মানুষ ভুলে যেতে বসেছে। যাত্রা শিল্পীরাও এই পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছে। বাঙালী সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। প্রতিটি পূজা প্যান্ডলে লাখ লাখ ভিড় হয়। প্রচারের সবচাইতে বড় মাধ্যম এই এই পূজা প্যান্ডেল। পুরোনা ইতিহাসকে জনমানুষের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নসিরহাট হরিহরপুর সার্বজনীন দূর্গাপূজা কমিটি।প্রতি বছর এই পূজা কমিটি নতুন নতুন বার্তা নিয়ে মানুষের কাছে হাজির হয়। এবারও তার ব্যাতিক্রম নয়।

অভিনব পুজোর আয়োজন এবার কালিয়াগঞ্জের নসিরহাট সর্বজনীনে। নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো এবার ৫৩ বছরে পা দিয়েছে। তাদের থিম “হারিয়ে যাওয়া যাত্রাপালার নানান দৃশ্য – উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহর নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গাপুজোর অভিনব থিম “যাত্রাপালা” যাত্রা পালার দৃশ্যের। যাত্রার এলাকা কলকাতার চিৎপুরের দৃশ্য খোদ গ্রামের মাঝে। সেই যাত্রাগ্রামে থাকবে গোটা এলাকায় বিভিন্ন যাত্রা দলের পোস্টার,টিকিট কাউন্টার, যাত্রার মঞ্চ, যাত্রাপালার মঞ্চে থাকবে যাত্রার বিভিন্ন ব্যবহৃত বাদ্যযন্ত্র। বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে পুজো মন্ডপে বাজবে যাত্রার আবহ সঙ্গীত। যাত্রায় যে ধরনের আলোর ব্যবহার হয়ে থাকে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোর ব্যবহার করা হবে। নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির কর্ণধার শুভময় সরকার এক সাক্ষাৎকারে বলেন, এবারের দুর্গোৎসবের আয়োজনে তারা হারিয়ে যাওয়া সংস্কৃতি যাত্রা উৎসব আগে কেমন ছিল, যাত্রা উৎসবের মাধ্যমে লোক শিক্ষার প্রসার কিভাবে ঘটতো সাধারণ মানুষদের মধ্যে । সেই সব হারিয়ে যাওয়া দৃশ্য এ যুগের ছেলে মেয়েদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে শুভময় সরকার জানান।

তবে এবারের দুর্গাপুজোয় কালিয়াগঞ্জের মেসিরহাট ফরিহরপুরে পূজা মন্ডপ যে দর্শক টানবে সেকথা বলাই বাহুল্য।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close