Kaliyaganj: পারিবারিক অশান্তির জেরে স্বামী আত্মঘাতী

আরও পড়ুন

সংসারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মাধবপুরের পশ্চিম দুর্গাপুর এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, প্রায় ১২ বছর আগে কালিয়াগঞ্জের দক্ষিণ মাধবপুরের বাসিন্দা মেহেরুন্নিসার সঙ্গে বিয়ে হয় পশ্চিম দুর্গাপুরের বাসিন্দা ফারাজুল ইসলামের। প্রথম দিকে সব ঠিক থাকলেও গত ৩ থেকে ৪ বছর যাবত সংসারে অশান্তি লেগেই ছিল। অভিযোগ, গত ৩ দিন আগে মেয়ের বাপের বাড়ির সদস্যরা ছেলের বাড়িতে এসে সব আসবাবপত্র-সহ মেয়েকে নিয়ে যাওয়ার হুমকি দেন। সেই হুমকির জেরে স্বামী ফারাজুল আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই বিষয়ে মৃত যুবকের মামা কি বলছেন শুনব-

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close