আদিবাসী সমাজের মহিলা দ্রৌপদী মুর্মুকে বিজেপি রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় সার্বিক উন্নয়নের আশায় বুক বেঁধেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও আদিবাসী পাড়ার বাসিন্দারা। সূত্রের খবর, আদিবাসীরা সমাজিক উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে। সরকারিভাবে একাধিক প্রকল্প থাকলেও বাস্তবে তার সিকিভাগও এই মানুষগুলির কাছে পৌছয়নি। ফলে এদের অবস্থা যে তিমিরে ছিল, আজও সেই তিমিরেই থেকে গিয়েছে। আগামীকাল ১৫ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এন ডি এ-র পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী করেছে পিছিয়ে থাকা আদিবাসী পরিবারের মহিলা দ্রৌপদী মুর্মুকে। ইউ পি এ-র পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে। আদিবাসী সমাজ শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকলেও দ্রৌপদীর নাম আদিবাসী সমাজের মুখে মুখে ঘুরছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় আদিবাসী সমাজের মানুষের মধ্যে কতখানি তার প্রভাব পড়েছে তা জানতেই বৃহস্পতিবার আমরা হাজির হয়েছিলাম কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও-এর আদিবাসী পড়ায়। দ্রৌপদী মুর্মুর নাম ইতিমধ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন ডালিমগাঁও আদিবাসী পাড়ার বাসিন্দারা। স্থানীয় মহিলা অর্চনা মুর্মু জানান, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হলে তাদের সার্বিক অবস্থার উন্নতি ঘটবে।কারন, অর্চনাদেবীর দাবি দ্রৌপদী মুর্মু তাদের জন্য নিয়মিত সমস্যার কথা জানেন। আদিবাসীদের উন্নয়নে সরকারি প্রকল্প থাকলেও সেই প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সরকারি প্রকল্পের সুবিধা আদিবাসীদের কাছে পৌছে যাবে। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হতেই তারা যারপরনাই খুশি।
Kaliyaganj : দ্রৌপদী মুর্মুর জয়ের আশায় বুক বেঁধেছে অদিবাসী পাড়া
- Advertisement -