Kaliyaganj : পার্থ চট্টোপাধ্যায়ের কুশ পুতুল পোড়ানো ঘিরে ধুন্দুমার এলাকায়

আরও পড়ুন

প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনার প্রতিবাদে বুধবার কালিয়াগঞ্জে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে গিয়ে পুলিশের সঙ্গে বিজেপি তফসিলি মোর্চার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হল। পুলিশ পার্থ চট্ট্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে দেয়নি।

সূত্রের খবর,পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধারের পর রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি ও তার তার শাখা সংগঠন রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। বুধবার বিজেপি শাখা সংগঠন তফসিলি মোর্চার পক্ষ থেকে কালিয়াগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল। তপসিলি মোর্চার পক্ষ থেকে প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় কুশপুতুল দাহ করতে গেলে কালিয়াগঞ্জ থানার পুলিশ তাদের বাধা দেন। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশি বাধায় আন্দোলনকারীরা কুশপুতুল দাহ করতে পারেননি। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ তাদের কুশপুতুল দাহ করতে গেলে আন্দোলনে বাঁধা সৃষ্টি করে।পুলিশের বাধা সত্বেও তারা কুশপুতুল দাহ করেছেন। পার্থ চট্ট্যোপাধ্যায় যেভাবে ইডি গ্রেফতার করছে কালিয়াগঞ্জেও ছোট পার্থদের গ্রেফতারের দাবি করেছেন আন্দোলনকারীরা।

ফোর্টিন টাইম লাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close