Kaliyaganj: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আরও পড়ুন

প্রতিবেশি এক গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নির্যাতিতা নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেঠকলোনীর ফুলতলা এলাকায়। সূত্রের খবর, এলাকার গৃহশিক্ষক রঘুনাথ রায় এলাকার এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে নিজের বাড়িতেই পড়াতেন । শুক্রবার নাবালিকার বাবা মেয়ের বাড়িতে আসতে দেরি হওয়ায় তার খোঁজে গৃহ শিক্ষকের বাড়িতে ডাকতে গিয়ে দেখে দুজনে আপত্তিকর অবস্থায় রয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত গৃহশিক্ষককে বেধরক মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে এলাকার একটি বাড়িতে ঢুকে গিয়ে জনতার হাত থেকে তিনি কোনক্রমে রক্ষা পান।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় স্থানীয় এক বাড়ি থেকে তাকে উদ্ধার করে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।কালিয়াগঞ্জ থানার আই সি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা ঋজু করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।উল্লেখ্য এই বিষয়ে নির্যাতিতার বাবা জানান,আজ রথযাত্রা উপলক্ষ্যে মেলায় দোকান নিয়ে যাবেন।সেই কারনে উনুন ধরানোর জন্য গৃহশিক্ষক রঘুনাথ রায়ের বাড়িতে গিয়ে দুজনকেই বিবস্ত্র অবস্থায় দেখতে পান।জানতে পারে বেশ কিছু দিন ধরেই তার মেয়েকে ধর্ষণ করে যাচ্ছিলেন ওই গৃহশিক্ষক। ঘটনাটি কেউ জানতে পারলে ছাত্রীটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্ত গৃহশিক্ষক বলে ওই পড়ুয়া অভিযোগ করেছে। অভিযুক্তর বাবা রতন রায় জানান,তিনি এব্যাপারে কিছুই জানেন না।যদি তার ছেলে এধরনের জঘন্য অন্যায় করে থাকে তাহলে আইনানুযায়ী শাস্তির দাবি করেন। এই বিষয়ে অভিযুক্ত গৃহ শিক্ষকের বাবা কি বলছেন শুনব –

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close