কালিয়াগঞ্জ ব্লকের গাংগুয়া গ্রামে কিশোরীকে ধর্ষন করে খুনের ঘটনায় মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রবিবার কমিশনের সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখবেন। মৃতার পরিবার ছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন।এছাড়াও তদন্তকারি অফিসারদের সঙ্গে কথা বলে দিল্লী ফিরে যাবেন। শনিবার প্রতিনিধি দলটি রায়গঞ্জে এসে পৌছান। রায়গঞ্জ সার্কিট হাউসে রাত্রিবাসের পর তার রবিবার সকালেই তদন্তের কাজে নেমে পড়বেন। কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন,তারা মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসেছেন। এছাড়াও তারা সংবাদের দেখেছেন মৃত কিশোরীকে পুলিশ কি অমানুষিক ভাবে ছেচড়ে নিয়ে যাচ্ছে।পুরো বিষয়টি তদন্ত করে ভারত সরকারের কাছে রিপীর্ট পেশ করবেন।
উল্লেখ্য, শুক্রবার কালিয়াগঞ্জ থানার গাংগুয়া গ্রামে কিশোরীকে ধর্ষন করে খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এলাকা।দফায় দফায় পুলিশের সঙ্গে গ্রামবাসিদের সংঘর্ষে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ সাত সদস্যের প্রতিনিধি দল।রাজ্য সভাপতির অভিযোগ পুলিশ খুনের ঘটনাটি ধামাচাপা দিতে চাইছেন। জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্ত করলেই প্রকৃত সত্য জানা যাবে।রাজ্য সভাপতির দাবি করার কয়েক ঘন্টার মধ্যে দিল্লী থেকে উড়ে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।