কালিয়াগঞ্জে আইন শৃঙ্গখলা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় কালিয়াগঞ্জ আই.সি দীপাঞ্জন দাসকে সরিয়ে দেওয়া হল। তার জায়গায় আনা হচ্ছে শিলিগুড়ি জি আর পি ইন্সপেক্টর সুবলচন্দ্র ঘোষকে। কালিয়াগঞ্জ থানার আই.সি দীপাঞ্জন দাসকে পাঠানো হয়েছে শিলিগুড়ি জিআরপিতে। শুক্রবার এডিজি(আইন-শৃঙ্খলা) এই রদবদলের নির্দেশ জারী করেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন কালিয়াগঞ্জে একের পর এক ঘটনায় উত্তাল সারা রাজ্য। কালিয়াগঞ্জ থানায় অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে। কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে পুলিশের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে। আই.সি-কে বদলি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম প্লেয়ার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।