Uttar Dinajpur : চালকলের বয়লার ফেটে হতাহত ৫

আরও পড়ুন

কালিয়াগঞ্জের ভবানীপুর গ্রামে বয়লার ফেটে একজনের মৃত্যু, সেইসঙ্গে আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। আহতদের কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য। তিনি মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সূত্রের খবর, অন্যদিনের মত বুধবার কালিয়াগঞ্জ থানার ভবানীপুরে একটি চালকল মিলে শ্রমিকের কাজ করতে যান ধামজা গ্রামের বাসিন্দারা। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এই চাল কল মিলে শ্রমিকের কাজ করেন। এদিন দুপুরে চাল কলের ড্রামটি আচমকাই ফেটে যায়। বিকট শব্দে এলাকা কেপে ওঠে। ড্রামের যন্ত্রাংশের ধাক্কায় কান্দরু সরকার নামে এক শ্রমিকের মৃত্যু হয়।আহত হন আরও চার শ্রমিক। এই ঘটনার পর আহত শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জখম শ্রমিকদের দ্রুত কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

মৃত পরিবারকে সমবেদনা জানাতে কান্দারু বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য। নিতাইবাবুর দাবি, চাল কলের ড্রামের অতিরিক্ত গরমের কারনেই তা ফেটে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

জখম শ্রমিক নবাই দেবশর্মা জানান, কিভাবে এই ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একজনের আঘাত গুরুতর। বাকিদের অল্পবিস্তর আঘাত লেগেছে।

মিলের ম্যানেজার বাবলু বল জানান, সকাল থেকে চাল মিলে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। আচমকাই মিলের ড্রামটি ফেটে যায়। তাতেই একজনের মৃত্যু হয়। বাকি চারজন আঘাত পেলেও তাদের আঘাত গুরুতর নয় বাবলুবাবু দাবি করেছেন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close