প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সার্ভে করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা। প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরির দাবিতে দুই কর্মীকে ঘরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ঘটনাস্থলে পৌছে আটক ব্যক্তিদের উদ্ধার করে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় উপভোক্তাদের তালিকা প্রকাশের পর থেকে গ্রামবাসীদের বিক্ষোভ চলছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে যান অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা। প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে ধনী, আর্থিক দিক থেকে সচ্ছল ব্যাক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে বঞ্চিত বাসিন্দারা অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীকে বৈকুন্ঠপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রাখেন। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার অসীমা পাট্টাদার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। যে সমস্ত বাসিন্দাদের তালিকা থেকে নাম বাদ গেছেন তারা বিডিও-র কাছে লিখিত আবেদন করার জন্য তিনি গ্রামবাসীদের কাছে আবেদন করেন। সুপারভাইজারের আবেদনে সাড়া দিয়ে আটক ব্যাক্তিদের ছেড়ে দেন। বঞ্চিত বাসিন্দাদের অভিযোগ প্রকৃত উপভোক্তাদের এই তালিকার বাইরে রাখা হয়েছে। সুপার ভাইজার বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তার পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেবেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।