Uttar Dinajpur : সাই বাংলা প্রোডাকশন হাউসের উদ্যোগে সিনেমার অডিশন কালিয়াগঞ্জে

আরও পড়ুন

উত্তরবঙ্গকে তুলে ধরতে সাই বাংলা প্রোডাকশন হাউসের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সিনেমার অডিশন অনুষ্ঠিত হল। কালিয়াগঞ্জের বহু যুবক যুবতি এই অডিশনে অংশ নিয়েছিলেন। বয়সের নিদৃষ্ট কোনও বাধা না থাকায় আট থেকে আশি এই অডিশনে অংশ নিয়েছিলেন। কালিয়াগঞ্জে যুবক যুবতিদের পারদর্শিতা দেখে উচ্ছাসিত উদ্যোক্তারা।উত্তরবঙ্গের পিছিয়ে পড়া এলাকার যুবক যুবতিরা সিনেমার সুযোগ পাওয়ায় খুশী নাট্য গোষ্ঠী।

সাই বাংলা নামে একটি প্রোডোকশন হাউস লুঙ্গি ম্যান নামে এক সিনেমা কাজ শুরু করেছে। উত্তরবঙ্গের পিছিয়ে এলাকার মাষের জীবন জীবিকাকে তুলে ধরতেই উত্তরবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ সুটিং এর কাজ শেষ হয়েছে। বাকি পঞ্চাশ শতাংশের সুটিং হবে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে। স্থানীয় ছেলে মেয়েদের এই সিনেমাতে জায়গা করে দিতে ট্যালেন্ট বাছাই শুরু হয়েছে। শুক্রবার কালিয়াগঞ্জে এই অডিশন অনুষ্ঠিত হল। কালিয়াগঞ্জের প্রজ্বলন নাট্য গোষ্ঠীর সহায়তায় এই অডিশন অনুষ্ঠিত হল। বয়সের নিদৃষ্ট কোনও বাধা না থাকায় বহু যুবক যুবতি এই অডিশনে অংশ নিয়েছিলেন। প্রজ্বলন নাট্য গোষ্ঠীর পক্ষে কেয়া দাস জানিয়েছেন, সাই বাংলা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তাদের এই অডিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কালিয়াগঞ্জের মত একটি পিছিয়ে পড়া জায়গায় ছেলেমেয়েরা সিনেমায় অভিনয় করার সুযোগ পাওয়া তাদের কাছে একটি বাড়তি পাওনা। তাই সাইকে সহযোগিতা করে অডিশনের আয়োজন করা হয়েছে। প্রচুর ছেলে মেয়ে, বিবাহিতরাও এই অডিশনে অংশ নিয়েছেন। সাই বাংলা প্রোডাকশনের প্রোডিউসার মহঃ আজাহারউদ্দিন জানিয়েছেন, উত্তরবঙ্গের কৃষ্টি সংকৃতি তুলে ধরতে লুঙ্গি ম্যানের সুটিং উত্তরবঙ্গে করা হচ্ছে। ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ সুটিং হয়ে গেছে। বাকি পঞ্চাশ শতাংশ সুটিং হবে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে। এই দুই ব্লকের প্রতিভাবান অভিনেতাদের সুযোগ করে দিতেই তাদের এই অডিশনের ব্যাবস্থা। কালিয়াগঞ্জে যারা অডিশনে অংশ নিয়েছেন তাদের মধ্যে অনেকের অভিনয়ে পারদর্শি আছেন। কিছু ঠিকঠাক করে নিলে সিনেমায় তারা সুনাম অর্জন করবে বলে আসাবাদি আজারউদ্দিন।

কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close